|| শেষ বেলা ||


দেখে ফিরে যাবো  এই ইচ্ছেই  ছিলো |
সীমানার আয়নায় এক করুণ  মুখ
হঠাত  চুপি চুপি নিয়ে এসেছিলো আমায়
ঘর গৃহস্থালির  সংসারে ।

প্রত্যহ তুলসীর মূলে প্রদীপ জ্বেলে
নিকানো উঠোনে বসে মালা গেঁথেছি বছরের পর বছর ।

হাত রেখে হাতের মধ্যে সারিয়েছি জীবন;
সময়ের ছাতায় আগলে দিন প্রতিদিনের রোদ বৃষ্টি ।

আজ বিরাশি বছরের বৃদ্ধ নায়ক আমি;
তুমি সত্তর বছরের জননী
আমার শোবার ঘরে ফুলের মালায় জড়ানো ।

তুমি আজও আমার হৃদয় বাসিনী  কামনাবৃতা সংসারিনী ।

বিকাশ দাস
মুম্বাই