সে আর আমি
প্রতিদিন হারায় সততা আমি
বেঁচে থাকার চেয়ো বেশি দামী ।
যদিও জানি সে আমায় ভালবাসে অনেক খানি ;
শুনেছি সে বড় অভিমানী |
জানি সে চায় আসতে আরো আমার কাছে
কি করে বলি আসতে জেনে পথে বিপদ আছে
নামতে পারে তুমুল বর্ষা ছন্ন ছাড়া বেজার মেঘ আকাশে |
সাজায় ফুলদানি তারই ভাললাগার ফুলে
অন্ধকারে দু চোখ কাঁদে আজ আমারি ভুলে
ঘুমের ছাদে রূপসী চাঁদ ত্রুটি ভাঙ্গা ভোরের গন্ধ বাতাসে |
বিকাশ দাস
মুম্বাই