তোমার জন্য বাঁধতে পারি
গাছ গাছালি উঠোন বাড়ি
তোমার জন্য আনতে পারি
শিশির ধোয়া ভোর সকাল
নিত্য নতুন নীল আকাশ
জোত্স্না ভরা রাত
যদি রাখো আমার কাঁধে
তোমার নরম দুটি হাত ----
নদীর ঢেউ তুলে বৈশাখী ঝড়
আঁধারের আলপিনে আলোর ঘর
চাল গুঁড়ো আলপনায় গুছোতে পারি
জীবনের ধারাপাত
যদি রাখো আমার কাঁধে
তোমার নরম দুটি হাত ----
মাঘের শীত ভোরে রোদের গান
মেঘের বর্ষায় সোনালী ধান
বন্ধু হয়ে বন্ধুর পথে থাকতে পারি
বাড়িয়ে বন্ধুর হাত
যদি রাখো আমার কাঁধে
তোমার নরম দুটি হাত ----
বিকাশ দাস
মুম্বাই