জানলা খুলে দেখছো তুমি বেকার
আকাশে চোখ রাখছো তুমি বেকার
ঐ রোদ চলে গেছে কোন সাঁকোর পার
ভাবছো তুমি বেকার
হাজার হাজার বৃষ্টির ফোঁটায়
কতো যে ছিলো পড়ে রোদ্দুর
তোমার দোর গোড়ায়
করে ঘর বাড়ি একাকার :
ঐ রোদ চলে গেছে কোন সাঁকোর পার
ভাবছো তুমি বেকার
শুকনো হাওয়ায় ওড়াও এলো চুল
ফুটেছে লাজে কতো যে ফুল
হয়তো সময়ের ভুল
ফিরে চাওনি যে একবার:
ঐ রোদ চলে গেছে কোন সাঁকোর পার
ভাবছো তুমি বেকার
বিকাশ দাস
মুম্বাই