এখনো তুমি ভালো বাসো আমায়
তাই দিলে আঘাত ভালোলাগার আঁচ পায় ।

নিঃসঙ্কোচে ফুল ফোঁটায়  কষ্টের কাঁটায়,  
আশার কিনারা খুঁজে নিতে দুঃখের দরিয়ায়
বার বার ছুটে যায় ।

এখনো তুমি  ভালো বাসো  আমায়,
তাই দীপ চৌকাঠে প্রতিশ্রুতির জ্বেলে যায় ।

আকাশের  মেঘ পালঙ্কে  রোদ্দুর  ভাসায় ,
লাজের আদরে পুড়ে যেতে  বাসর সাজায়
বৃষ্টি ঝরা সন্ধায় ।

বিকাশ দাস
মুম্বাই