নদীর দুই তীর স্থির
উষ্ণনীল সন্ধ্যায়  বেলা বয়ে বয়ে যায়
পাখিদের ফিরতে হবে কবির কবিতায়
দু’চোখে সংসার ছুঁয়ে নিতে বৈরাগী হাওয়ায়।

আকাশ আদুল ঘাস মাড়িয়ে ছন্নছাড়া হৃদয়
যাযাবর কবির কলমের ফোঁটায়    বৃষ্টির ছিটে তুলে
আগুন ঝরায় শব্দের স্তরে স্তরে প্রকৃতির খিল খুলে
উদলা যুবতী রমণী
সব লগ্নের লগ্নিতে সংসাররিনী ।


বিকাশ দাস (মুম্বাই)