মানুষের ছলাৎ ভীড়
মানুষ দেখতে পারেনা
ঈর্ষার আগুনে কারোর মুখ পোড়ে
কারোর শরীর ঘেন্নায় কারোর চাপের তলায় তলিয়ে যায়
নিঃশ্বাস ঘরে ফেরার আগে ।
ফিরে আসে
আবার হাড়কাঁপন মাঘের অমত্ত শীত
উত্তপ্ত মধ্যাহ্নের    গ্রীষ্মের নিষ্পত্র লু  
শুরু হয়  
মানুষের সহ্য অসহ্য  ঝেড়েফেলে ধরে রাখার পালা ।
উদম  মরা ডালে  বাঁচার জেল্লা সাজিয়ে রাখার পালা।
শেষমেশ মরতে হয় বজ্জাত শীতের কঠিনে  
লু এর হঠাৎ ছোবল   মারার জ্বালার মলিনে
আমরা
শুধু
দাঁড়িয়ে গলা ফাটাই  
মানবিকতার ঘাড় বেঁকিয়ে
আক্ষেপের শান্তির জের টেনে সর্বশ্রান্তের পরিশেষে
আহা
মরলো শেষে নিয়ে  শীত লাগিয়ে গায়ে  
এখন কি প্রয়োজন ছিলো কাঠ কুড়োনো আগুন পাবার চেষ্টায় ?
হায় জান,     খোয়ালো লু মাখিয়ে গায়ে  
এখন কি প্রয়োজন ছিলো জল আনতে মানুষ কি মরে তেষ্টায় ?

বিকাশ দাস / মুম্বাই