বরণের আগে দু’পায়ের আলতার লাবণ্যতা
সংস্কৃতির সাম্যবিধান সোহাগ সম্প্রীতির আসরে
হৃদয় ভাঙলে সুখ কাঁদবে দুঃখের বুক চাপড়ে
বাক্যকটু ঝড়ের হাওয়ায় খসলে আলোর ঝালর
বুকের ভেতর মরিয়া দু’চোখ খুঁজে নিতে বাসর ।
পিছলে সময় নিরুপায় পিছুটাণ অস্থির অভিমান
গেরস্থালীর ঝাঁঝ দু’টি হাতে সম্পর্কের সংসারে
রোজ ডুবতে রাজি অগোছালো সংরাগের প্রসারে
ভালোবাসার পুন্যিনদীর অতলে নামার আগে
একটু সাজ
একটু আদর
ধরে সহজ করো আমার সর্বাঙ্গ তোমার হাতে
সকাল সন্ধ্যা নিশীথের মৌতাতে ।
বিকাশ দাস / মুম্বাই / ০৫/০৩/২০১৮