কি আমার বর্ণপরিচয় জানিনা
ভাষার বর্ণমালার রঙ জানিনা
নির্যাতনের শতরঞ্জ খেলার অঙ্ক হিসাব করতে জানিনা
বিজ্ঞানের উছলানি কোলাহলের ফেনায় মরতে জানিনা।
ভূগোল জুড়ে কতটা দেশ
ইতিহাসের কতটা অবশেষ
বিশ্বের জঠর ভেঙে ভেঙে দেশের বরাত করতে জানিনা
লক্ষণ রেখার বৃত্ত ছাড়িয়ে রাবণের করাত ভাঙতে জানিনা।
আমি তোমাকে ভালোবাসি
তুমি আমাকে ভালোবাসো
খড়কুটোর সজল ছায়ায় বসতবাড়ি এক ফালি খোলা আকাশ
বিছিয়ে দহনবেলায় দু’জনার হৃদয় ক্ষ্যাপা মাটির গন্ধ বাতাস।
বিকাশ দাস / মুম্বাই