নির্বোধ সীমান্তরেখা
অনন্ত ধর্মের কাঁটা দিনরাত্রি
সুবিধেবাদী ঈশ্বর খোদা
সংস্কৃতির বোঝা চাপিয়ে ভক্তি সাধনায় ।
বিবর্ণ ধর্ম
এক ঝাঁক পাখির দল
সকালি হাওয়ায় শুভ্র নীল আকাশে
এক রাশ মাটির ঢল
গাছগাছালির হিল্লোল তোলা বাতাসে ।
আলোর নুরশান্তি অন্ধকারে শাপ সম্পাত যায়
মৌলোভী ঈশ্বর খোদা ধর্মের চামড়া বদলায়
তন্ত্রের জোরে হত্যার ভার মানবিকতার গায় ।
দিবারাত্রির বর্ণালী চাঁদসূর্য
সকাল সন্ধ্যে ঝলসে পুড়ে ছাই
আমি তুমি রোদ্দুর ছায়ার মতো
স্পর্শকাতর চলাচলের মায়ায় ।
বিকাশ দাস / মুম্বাই