মাঝে মাঝে মনে হয় আমরা সবাই দিনদিন
স্বার্থপর হয়ে উঠছি,
কিছুর বদলে কিছু দিতে হবে , না হলে সর্বনাশ বেশি ।
শরীর চায় অবসাদ শ্রান্তি জুড়িয়ে নিতে মাথা
চট জলদি এক কাপ গরম গরম চা ।
পুণ্যি চায় পরিশ্রমের ঘাম মুছতে নরম ন্যাতা ।
কর্ম চায় দুবেলা ভাত সব্জির অল্প বিস্তর গন্ধ
ঈশ্বর চায় মাথাধরার ওষুধ ।
ক্লান্তি জড়ালে ফকির ভিখিরি ভিখ মাগা বন্ধ রাখে
প্রার্থনা মিনতির বদলে ওদের গলা থেকে নিঃসৃত হয়
বুকের পাঁজর ভেঙে দীনতার বাতাস ।
হে ঈশ্বর
কি চাইবো এ পৃথিবীর কাছ থেকে
যে দেয় ভুখাদের পেট ভরে খেতে
ধনীদের ধনদৌলৎ, হত্যাকারিদের অস্ত্র
রুগীদের রোগ , দুর্বলদের নির্বলতা আর অন্যায়ীদের হাতে সত্তার ভার ।
তৈরি করো নিঃস্বার্থতা সহানুভূতি এখনও আমি লিখছি কবিতা
শব্দের চিরতা রাত ভিজিয়ে ভাবনার জলে নিকুচি করেছে কবিতা !
বিকাশ দাস / মুম্বাই