যা
কিছু আজ তুমি লিখছো বা রচনা করছো
মানুষের স্বার্থে মানুষের তাগিদে,
এই ভেবে তারা একদিন পড়বে ভাববে
হাতে হাতে গল্প গানে কবিতায় নাটকে
সব সাঁকো পথ প্রান্তরে নাগরিক সড়কে ।
বা
ঘরের কোনে কাঁচের আলমারির তাকে তোলা থাকবে
বা
সবার বিরূদ্ধে গিয়ে পৃথিবীর চৌকাঠে জেহাদ বাঁধবে ।
বা
আগামী দিনে বিধ্বংসের রক্ষা কবচ আগলে থাকবে ।
ছড়ানো ছিটানো কিছু মত সারা বিশ্বের সহমত থাকলেও
কাছের মানুষ দূরের মানুষ পাশাপাশি থাকলেও
একতার সুতো হতেই হবে এক সূত্রের মঞ্জীরে ।
যা
তোমাকেই খুঁজে নিতে হবে নিজের হাতে তোমার রক্ষা কবচ
বা
তোমার একলার মৃত্যু একলার ঠেলায় ।
বিকাশ দাস / মুম্বাই