নিয়ে চলো আমাকে তোমার ইচ্ছের অসুখ বিসুখে
শুয়ে থাকি ঘুমিয়ে থাকি  সুখদুঃখের বিছানা শুঁকে ।

সারাদিন কাটুক একতরফা ভালোবাসা নিয়ে বুকে
সব ঘর অরন্য এক করে  চাঁদ ওঠা নামার প্রহর জুড়ে ।

সব ছোঁওয়া গোপন থাক রাত্রির অতলে নিদ্রার সরবপুরী
তোমার দু'হাতে থাক     মেহিন্দি রাঙানো ধারালো ছুরি ।

আমার দুচোখ থাক মদির তোমার চোখের উল্লাসে
জীবনের স্বাদ ঝাঁঝালো দিশাহারা নতুন গন্ধ শ্বাসে
নিদ্রা যতোটুকু পরিনয়    
নিদ্রা ততোটুকু মৃত্যুময়
নিদ্রার বিনিময়ে ।

নদী বৃষ্টি মুখর থাক অশ্রু - পরশ - সরস - শরীর
খবরে খবরে  থাক পারাপার    মেলবন্দী   গভীর

আকাশ নিদ্রায় শুয়ে থাক অন্ধস্রোত অন্ধকারে
ফিরে ফিরে আসা যাওয়া বাতাস জীবন বিমুখ
আসরে বাসরে এলিয়ে তোমার হৃদয় বারে বারে
সংশয় ধুয়ে আমার অনাথ দুহাত থাক উৎসুক
শতশত শতাব্দীর নিদ্রার ন্যাড়া ধরে একান্ত পারে
আমি তোমাকে ভালোবাসবো ।



বিকাশ দাস / মুম্বাই