একবার না হয় মিথ্যে করেই বলো ভালোবাসি
বলতে দ্বিধা যদি মুখে বাধে
সাক্ষর না রেখে চিঠি লিখেই বলো ভালোবাসি।
লিখতে না দিলে আঙুল সায়...
মরুভূমির আতশি দু’চোখ বুজে
সমুদ্রমুখী করে দিও।
ঘাসের ছিবড়ে থেকে দূর্বা খুঁজে
আশীর্বাদ ছুঁড়ে দিও।
স্বপ্নের বসতির বালুচরের সদর
বৃষ্টিঝড়ে ধুয়ে দিও।
অন্ধকারে আলোর পোড়াশহর
তীর্থস্থান করে দিও।
যেন আমি হই
মাটির গর্ভে স্নিগ্ধ অরণ্যশীল
সূর্য-ডোবা হলুদে সৃজনশীল
আঙুলে আঙুল ছুঁয়ে যত্নশীল
ভালোবেসে তোমাকে সই ।