কেউ আর বোকা ঝকা করবে না
রাস্তা চলার সময় যদি বাম দিক ধরে হাঁটো ।
গায়ে জমকালো পোশাক থাকাটা বড় ব্যাপার নয়
ব্যবহার ভাষায় ছোট বড়োর কান্ডজ্ঞানটা থাকাটায় বড় ।
খুচরো পয়সা হাতে থাকলে পণ্যবিপণির কাটরায়
হোঁচট খেতে হতে হবে না সাংসারিক কেনাবেচায়
ঝগড়াঝাঁটির বালাই থাকবে না ।
বিনম্রতার লাইন বেঁধে
গাদা ভিড় অনায়াসে পার করে ভালো নাগরিক হওয়া যেতে পারে
বিড়ি সিগারেট গুটকা বাধ্যতামূলক ভাবে নিষিদ্ধ করুক না করুক
যদিও
চতুর্দিক ছড়ানো চোখ ঝলসানো ব্যবসায়ী বিজ্ঞাপনে
আইনি দণ্ড উসুল তালিকার বিভিন্ন রঙের উদযাপনে
জীবন ক্ষয় ক্ষতির অভিশাপ আছড়ে পড়ে থাকুক ।
দশের কাজে লাগার সঙ্কল্পের বল্গা ধরে
জীবন বাঁধলে নিজের কাঁধের ভরে
মাটির বুকে এক ঝলক রক্তও
কবিতার মতো উদ্যত ।
একদিন
বিশেষ সম্মানের শাল কাঁধে
অজস্র মানুষের করতালির বাজনায়
ভালো নাগরিক পরিচয় নিয়ে থাকতে পারো ।
বিকাশ দাস / মুম্বাই