(এক)

স্বাধীনতার নাম শেখ মুজিবুর রহমান

স্বাধীনতার আর এক নাম শেখ মুজিবুর রহমান।
বাংলার ধমনী শিরায় তোমার রক্তধারা বহমান।
সাফল্যতার আর এক নাম শেখ মুজিবুর রহমান।
বাংলার জয় পতাকায় তোমার রক্তধারা বহমান।
মানুষ কণ্ঠের আর এক নাম শেখ মুজিবুর রহমান।
মাতৃভূমির বুকের দুধে তোমার রক্তধারা বহমান।

চোখের পলক
আলোর ঝলক
মাটির কনক দেশের জনক।
হাজার সূর্যের শিরস্ত্রাণ শেখ মুজিবুর রহমান।
স্বাধীনতা কি--
শুধু চোখে মুখে উচ্চারণ।
কবিতায় পঙক্তির বিচরণ।
গানের স্বরলিপির ব্যাকরণ।
ধর্ম জাতপাতের সমীকরণ।
অস্ত্রশস্ত্র মুক্তির অধিকরণ।

গণত্রন্তের আর এক নাম শেখ মুজিবুর রহমান।
সমুদ্রের সংঘাতে সংকল্পের নদীর ধারা বহমান।

(২)

মুজিবুর রহমান

নিজের রক্তপাতে মাখলে  নিজের কলেবর জাতির কল্যাণে
হৃদয় উজার ভালোবাসার সৌরভ ছড়িয়ে দেশপল্লীর উদ্যানে।
তোমার কণ্ঠবাণীর তাৎপর্য দেশের মানুষের কণ্ঠ চেতনার
আগলে বুকে বিজয় কেতন, মানচিত্রে জন্মভূমির অধিকার।
সমর সংগ্রামের বিশ্বাসের স্রোত রক্তশিরায় আত্মনির্ভরতার নিদান
নিঃশ্বাসের নিঃশ্বাস  আগলে এক জোট আন্দোলন মুক্তির বিধান।

অকস্মাৎ তোমার নিধন তুমি যখন
যুদ্ধোত্তর জাতির দিশা উত্তরণের তোরণদ্বারে  
তোমার পরিজনের হত্যার রোদন
আরো জঘন্য গুনাহ ক্ষমাহীন আল্লার দরবারে।

এসো বাংলা জেনো বাংলা তখনই সার্থক মুজিবুর রহমানের বলিদান
যখন মানুষ গণবিপ্লবের খিদের থালায় শহিদের আত্মার ধৃতির সম্মান  
জাগিয়ে সূর্য স্বাধীন দিন প্রতিদিন সমগ্র ঘরে বাইরে মর্যাদার বিহান।
মৃত্যুর আবর্তনে জন্মের অধিকার মাটির সান্নিধ্য খুঁড়ে স্বদেশ নির্মাণ।  


(৩)

তুমি আছ
তুমি আছ
চতুর্দিকের বসবাসের নীড়ের ভিতে
মাটির উত্তাপে বর্ষার উছলানে শীতের কাঁপুনিতে  
বাঙালীর অন্তরে অন্তরে জীবন বেঁচে থাকার সংগীতে।

তুমি আছ
রূপসী বাংলার মাঠ ঘাটের অলিতে গলিতে
আকাশের নীলাভে সূর্যের স্বভাবে স্বাধীনতার দোলাচলে
প্রতিবাদের মন্ত্রে বিপ্লবের শোণীতে চেতনার শস্যফসলে।

তুমি আছ
বিক্ষোভে চিরন্তন বাণীর তেজে সর্বজনীন উচ্ছ্বাসে  
রক্ত ঘামের শ্রমে প্রগতির মিছিলে ক্ষুধা জ্বালার হা-হুতাশে  
ধানের সবুজে সাদাভাতের স্বাদে নির্ভয়ে নির্ভরতার বিশ্বাসে।  

তুমি আছ
অরণ্য খোলা হাওয়ায় দিগন্তজোড়া অনন্য উন্নয়নে
নিঃস্বার্থ অশনেবসনে সন্ধিকামী বাসনার হিতৈষী সংগঠনে  
বহমান মুজিবুর রহমান কোটি কোটি বাঙালীর বুকের স্পন্দনে ।


বিকাশ দাস / মুম্বাই