ও মাঝি, মাঝি তোর কাটে রাতভোর
জলের ধারার ধাক্কা বহে এপার ওপার করে
তোর ঘরে ফেরার ইচ্ছেগুলোয় চাপিয়ে পাথর
বুকের কিনারায় তুই একলা ধরে ।
তোর দুচোখে দেখেছি তৃপ্তির আলো
আসতে যেতে পৌঁছে দিতে সবার কুল নিজের নিজের ঘরে ।।
তোর দুহাতে ধরিস সঙ্গতির দাঁড়
আপন মনে গেয়ে মাটির গানের সুরে দুপার একাকার করে ।।
বিকাশ দাস / মুম্বাই