কতটা বুক পোড়ালে বল সুখ পাবো
কতটা অভিমান ভাঙলে তোর ভালোবাসা পাবো।
কতটা সকাল আঁকলে আকাশে
ফুলের গন্ধ বাঁধলে বাতাসে
কতটা জীবন মানুষ হলে তোর বসবাস পাবো ।।
কতটা বৃষ্টি উজার করলে
ধানের ফসলে জমিন ভরলে
কতটা দায়িত্ব সারা হলে তোর ঘরে ঘর পাবো।।
কতটা চোখে জল রাখলে
কষ্টের বাঁশি সাদরে বাজলে
কতটা ভুবন উঠোন হলে তোর হৃদয় পাবো ।।
বিকাশ দাস / মুম্বাই