কতটা তোমার খেলায়
কেটেছে আমার বেলা
কতটা তোমার ছোঁয়ায়
ছিলাম আমি একলা
আলাপের রোদ্দুরে বৃষ্টির বেলায়।
তোমার চাওয়ার অশ্রুজলের তলায়
ছিল আকাশি ভোর আকাশি সন্ধ্যা বিভোর
কতটা হৃদয় মেলা আমায় ছুঁয়ে দুবেলা ।।
তোমার হাতের কাঁকন চুড়ির দোলায়
ছিল শ্রাবণী ঝড় শ্রাবণী বৃষ্টি অঝোর
কতটা হৃদয় মেলা আমায় ছুঁয়ে দুবেলা ।।
বিকাশ দাস / মুম্বাই