ঈশ্বর বানাও
পাথর কেটে ।
ফসল  জাগাও
মাটি কেটে ।

এই জীবনের কাটাকুটির খেলায়
খুঁজে নিতে হবে  তোমার জগতবাস
বেঁচে থাকার মৌতাত নিঃশ্বাসের নিঃশ্বাস ।
তোমার আনন্দভোগ
তোমার ফসল যোগ ।


বিকাশ দাস / মুম্বাই