কবিতা হরেদরে জীবন
পাপ-পুণ্যের ভাগ্যলিখন।
কবিতা অভিন্ন সমীকরণ
শুশ্রূষা মুগ্ধবোধ ব্যাকরণ।
কবিতা সুদীর্ঘ নিবিড় নিরাময় বসবাস
কবিতার প্রতিটি শব্দ অনন্তময় আকাশ
কবিতা দু’চোখের অফুরান কাব্য ভাষা
বন্যার জলোচ্ছ্বাস ভাঙলেই ভালোবাসা।
শব্দ-শোণিতের ধারায় একলা বসে
বয়সের গুনতি ভুলতে চাও! কবিতা পড়ো.
প্রেম করতে চাও! কবিতা পড়ো।
প্রেমে ডুবতে চাও! কবিতা পড়ো।
প্রেম ভেঙে গেছে! কবিতা পড়ো।
প্রেমে ছাড়াছাড়ি বিরহ ব্যাথা যন্ত্রণা! কবিতা পড়ো।
শূন্য থেকে শুরু করতে চাও! কবিতা পড়ো।
অপরাধ বোধ হচ্ছে! কবিতা পড়ো।
মন খারাপ লাগছে! কবিতা পড়ো।
ঘর বাঁধতে চাও! কবিতা পড়ো।
বেপরোয়া হতে চাও! কবিতা পড়ো।
জীবনে পুণ্য পেতে চাও! কবিতা পড়ো।
‘আমি’কে জানতে চাও! কবিতা পড়ো।
ভালোকরে বাঁচতে চাও! কবিতা পড়ো।
--- বিকাশ দাস