কবিতা কি
সর্বস্ব বিলিয়ে
শরীরের শৃঙ্খলে আত্মার মুক্তি ।  

কবিতা কি
লাভ লোকসান
আর জন্ম মৃত্যুর সিলমোহর ।

কবিতা কি
অন্ধকার ঠেলে
নতুন স্বাধীনতার গুলমোহর ।

কবিতা কি
আতঙ্কের ভয়
আগামী দিনে বাসা বদল ।

কবিতা কি
শব্দের গুঞ্জনে
প্রাণে বেঁচে থাকার চিৎকার ।

কবিতা কি
হৃদয়ের ভাপে
নিশুতি চাঁদ  কলঙ্ক পোড়া ।

কবিতা কি
কিচির মিচির
মেঘলা হাওয়ায় উড়িয়ে পাখি ।

কবিতা কি
নারীর ভেতর
স্ত্রীর চেয়ে মাতৃত্ব বেশি ।


কবিতা কি
রক্তরাঙানো
মার্জনা মাখা মিলন  হাত ।

কবিতা কি
আঙুলের সুতোয়
ঈশ্বর বাঁধা প্রচ্ছন্ন ভবিষ্যৎ ।

কবিতা কি
বোধনের ধ্বনি
দশমীর চোখে বিদায় জল ।

কবিতা কি
ঘর ছাড়া অরণ্য
ঘরের টানে মানুষ অনন্য  ।

কবিতা কি
ইচ্ছা অনিচ্ছা
উঠিয়ে মানুষ মানুষের কেচ্ছা ।

কবিতা কি
সুদূরে মিলায়
হৃদয়ের ব্যাপ্তি বিরহ জ্বালায় ।

কবিতা কি
ব্যবসার ব্যাপ্তি
জোর জুলুমের চোর বাজারি ।

কবিতা কি
ব্যাপক হাঙ্গামা
আগুন ঢেলে পুড়লে  ঝুপড়ি ।

কবিতা কি
তৃষ্ণার জল
আদর গলায় মৃত্যুর ফাঁস ।


কবিতা কি
দুবেলার রোজগার
মানুষের লেখা মানুষের ইতিহাস ।

কবিতা কি
দেশের  কথামৃত
সংকটের দিনে লজ্জা হরণ ।

কবিতা কি
ন্যাংটো প্রজা
দেশ লুটে খায় রাজার রাজা ।

কবিতা কি
স্বদেশ জোড়া শান্তি
মায়ের হাতে বোনা কাঁথায় ।

কবিতা কি
মিছিল পাগল
ভিড়ের চাপে দম আটকে খালাস ।

কবিতা কি
চাকরি বাকরি
সভ্যতা বেচে ক্ষুধার নিবৃত্তি ।

কবিতা কি
কাগজ কলম
চট করে টুকে রাখা হৃদয়ের জখম ।


------- বিকাশ দাস / মুম্বাই