কবিতা আমার...  
অর্থহীন ব্যর্থদিন দীনতার অসুখ বিসুখ
নিঃশর্ত শব্দসাধক কিঞ্চিদধীতা বিমুখ।    
তবু যা লিখি, কিছু ছিঁড়ে কিছু তুলে রাখি
শিশুর মত কাঁদি মাটি তুলে গায়ে মাখি।
হৃদয় যত পোড়ে হৃদয় তত কাঞ্চন  
আকাশ মাটি প্রকৃতির স্পর্শ বর্ণের চারণ।  

একদিন
সমাজের বাণিজ্যে  সত্যির সৌজন্য হারাব
অগ্রাহ্য করে কবিতার ওমে উৎসন্ন তাড়াব ।  
শব্দের অতল জলের প্রবাহে ডুবে অনুক্ষণ  
তুলে  আনবে অভয় ভালোবাসার অনুরণন।
কবিতা আমার...  
অন্যরকম ভালোবাসা হয়ে কবিতায় থেকো।
জীবনে শুরু থেকে শেষ মানুষ করে রেখো।