নীল সমুদ্র নীল আকাশ
নীলাভ সন্ধ্যা সোহম বাতাস
বিগত দিনের অভিমান ভেঙে বুকের টানে
স্বপ্নের মসলিনে স্বচ্ছতার নীল উজানে
নৌকার আদুল পালঙ্কে আমি তুমি দু’চোখ দৃষ্টির ভিড়ে
গেঁথে নিচ্ছি তোমার স্পর্শের আঁচ নিশ্বাসের গভীরে
ভিজিয়ে নিচ্ছি আসছে যাচ্ছের জলের তরঙ্গে সহবাস।
ফিরিয়ে নিচ্ছে চাঁদ মুখ লজ্জায় মেঘ বিছানো শয্যায়
ছড়িয়ে সব আলোয় সব অন্ধকারে কিংবদন্তি রাত ।