গাছের সবুজ পাতা হলদেটে হতে হতে
হঠাত করে না বলে একদিন দিব্যি ঝরে গেলো ।
নদীর জল উপচে দুপার ভাঙা স্রোত
চাষার কাঁধে ক্ষতির বোঝার দিন দিয়ে গেলো ।
ঘরের কাঞ্চন কনে শহর বেশ ভালো জেনে
ফল ফলন্ত গাঁয়ের মাটির গন্ধ ভুলে গেলো ।
কার সধবা আজ বিধবা হতেই শাঁখা পলা ভেঙে
সিঁথির সিঁদুর মুছে চোখের জল ফেলে গেলো ।
নারীর গর্ভে থাকে তার আগামী দিনের সাম্রাজ্য
সংগ্রামের ভেতর সুখের রক্তঘাম ফেলে গেলো ।
বিকাশ দাস
মুম্বাই