তোমার কাছে যেতে পারি
কিন্তু কেন যাবো
তোমাকে ভালবাসতে পারি
কিন্তু কেন বাসবো ।
যদি বলো
একবুক একদম ফুটন্ত জলে ঝাঁপ দিতে পারি
অবান্তর জ্বালাপোড়া থামিয়ে দিব্যি নিতে পারি
বিনা আয়নায় ঘর সংসার সাজিয়ে দিতে পারি
ভালোবাসার তেজাবে মুখ ঝলসে নিতে পারি
কিন্তু কেন ?
কাল রেখে এসেছিলাম একরাশ টাটকা গোলাপ
তোমার দরজার মুখে
তুমি না দাঁড়ালে না বললে একবারও কটু সংলাপ
তোমার দু’ বাহু রুখে ।
তবু কথা দিচ্ছি
আমার দুঃখ জল অশ্রুময় বা সুখের আতত দিনে
আমি মুখ লুকোবো না জেনো তোমার বিপণ্ণ দিনে ।
নিমগ্ন রক্ত জলে ধরে রাখবো
আমার সান্দ্র প্রেমের তুলিতে
তোমার ব্যাখ্যাতীত বক্ষের সমস্ত স্বর্গ ।
বিকাশ দাস / মুম্বাই