সূর্য চড়া রোদ
পায়ের অলসতা ভেঙে
নিজের মাথার বোঝা নিজেকে বয়ে যেতে হবে।
পথে অবান্তর ভিড়
ফেরার বেড়া ভাঙার ছক
নিজেকে ভেঙে ভেঙে বরাত খুঁজে নিতে হবে।
উক্তির উড়াল উঁকি
চোখের পর্দায় অন্ধকারের স্তুপ
আলোর ধুলোয় আঁচিয়ে দৃষ্টি খুঁজে নিতে হবে।
ঘর বদলে নিলে
জীবন বদলে যায় এমন কথা নয়
যত মত তত পথ পরিখাময়
নিজের নির্ভয়তায় বসতবাড়ি খুঁজে নিতে হবে।