জন্ম আসে মাটি ছুঁয়ে।  
মৃত্যু যায়  মাটি ছুঁয়ে।
গন্তব্যহীন অধস্তন গর্তে সবই
আকাশের ছায়ায় সমস্ত পৃথিবী।


চলেছি জন্ম কুটে মৃত্যুর শর্তে ছুটে
জন্মের দাগ মুছে  মৃত্যুর মূর্ছা লুটে

মৃত্যুর পাহারা
মৃত্যুর সাহারা

জন্ম-আগল আগলে শূন্যতা
মৃত্যুর স্নানে জন্মের পুণ্যতা।

ক্লান্তিহীন বিরামহীন সময় মৃত্যুর ফাঁদে
কোলে শুয়ে জন্ম; আনন্দ কান্না কাঁদে।

বিকাশ দাস / মুম্বাই