আজ বুক ভেঙে সব কথা লিখে রাখি
মিটিয়ে অতীতের সব ধার দেনা বাকি।
সাজানো গোছানো শুভার্থীর উপহার
সম্পর্ক বেঁধে রক্ত মাংস হাড়ে তৃপ্তসার।
ছেড়ে আসা নিরুত্তর আদানপ্রদান
আলো অন্ধকার কথামঞ্জরি ঋতুযান
দরজা ভেঙে প্রজাপতি বিছিয়ে যাক
নিরেট উদ্যাপন
স্মৃতির তুষানলে স্পর্শ মুখর ছাই
দিগন্ত
ভবিষ্যতের গোপন ছাপিয়ে শুধু ভালোবাসা থাক
নিয়ে চাঁদের অসংখ্য অভ্র দু’হাতের শুভ্রতায় নির্বাক।