(৯১)
তোমার খোঁজে হারাতে হয়  আমার বন্ধু লাগা উষ্ণ বৃষ্টির দিন
সজাগ ঘুম ক্লান্ত শরীর রাতের কাঁটায় দু চোখ আমার দৃষ্টি হীন।

(৯২)
তোমার আঠারোর আঠালো আঠা এখনো লেগে  আছে আমার শরীরে
আমার চুল সাদা তবু  প্রেম এখনো  রঙের আঁচ নিয়ে  আমার শরীরে।

(৯৩)
খুব সকাল দেখলাম    আমার ঘর লাগুয়া তোমার ঘরে
সমস্ত  আকাশ দিলো  তোমার স্পর্শ আমার দু হাত ভরে।

(৯৪)
আমার সকল দুঃখ সকল ব্যথা ভাঙ্গায় যদি তোমার ঘুম
হাওয়ারর ভেতর তোমার চুড়ির বাজনা বাজে ঝুম ঝুম।

(৯৫)
ফুলের বর্ষা ঝড়ায় আমি তোমার প্রতীক্ষায় যদিও অকারণে
রোদ বৃষ্টির মাঝখানে দাঁড়িয়ে তুমি নতুন লজ্জার আভরণে।

(৯৬)
তোমার চুপিসাড়ে ক্রমশ কথার সরোবরে ভিজবো সারা রাত
নতুন নতুন গল্প গানের   তন্দ্রার প্রপাতে  নাইবো সারা রাত।

(৯৭)
তোমার যতো বলার কথা বলো চুপিসাড়ে
তুমি শুধু একাই তোমার সাথে
আড়াল পেতে শুনি আমি আর প্রহর কাটে
আমার ভুল ভাঙ্গার অন্তরাতে।

(৯৮)
তোমার মোমের শুভ্র আলোর গভীরে আমায় নরম করো
গাছের তলার  রম্য  ছায়ার গভীরে তোমার স্পর্শ ধরো।

(৯৯)
যে ফুল ছুঁড়ে মারলে তুমি তোমার দেবতার মুখে
সে ফুল কুড়িয়ে নিয়ে যাও ঘরে থাকবে বলে সুখে।

(১০০)
নতুন সকাল নতুন রাত নতুন আলোর নতুন সুখ
যে গেছে সে যাক কি হবে আর আঁকড়ে পুরনো মুখ।

বিকাশ দাস
মুম্বাই