এক রূপে আসে আর একরূপে ফিরে যেতে হয়
ঘর-দরজার বাইরে পা বাড়াতে পারলে বোধহয়  
কাঙ্ক্ষিত নিস্তার।
সারল্য আঙুলে
শবের চোখের পাতা নিঃশব্দে নামিয়ে
বুজিয়ে দিতে হয়
যাতে কতটা শোকাচ্ছন্ন আপনজনের চোখ
দেখে যেতে না নয়।

মন্ত্রের জটে
যজ্ঞের কাঠ পাপ স্বীকৃতির জোরালো আড়াল  
শেষ দিন নিঃশেষ জেনেও বধ্য ভূমির উড়াল  
ছাপিয়ে যেতে হবে অরণ্য জটিল নির্বাসন
সরীসৃপ জীবন যাপন।

শেষমেশ
চিতার আগুনজলে ধুয়েজল শান্তি খোঁজে  
না নির্বাপিত আগুন শান্তির নিরাময় বোঝে।