প্রভু
আমি পাপ করেছি আমায় ক্ষমা করো
খালি হাতে এসেছি আমার দুহাত ভরে নিতে
দুচোখে লোভ ধরেছি ।

তুমি ঈশ্বর
ভালোবাসো    বারুদের গন্ধ
অভিশাপ জেনে ফুলের গন্ধ
বিষের তেজ দুবেলার আনন্দ সহজে ত্রাণ পেয়েছ ।

তুমি রাজা তুমি রাজ্য
তুমি টোটকা জাদুবিদ্যার বলিহারি
মানুষ ভুলিয়ে  সাম্রাজ্য অধিকারী ।

প্রভু
এটা নির্মম সত্য
তুমি উড়িয়ে দিতে পারো না যে
তুমি আমার ভাগ্যদেবতা,
কিন্তু আমার শরীরের রক্ত আমার শ্রমের ঘাম
যার প্রত্যেক বিন্দুর তোরণে
শুধু আমার অধিকার একচ্ছত্রাধিপত্য ।
প্রভু
তোমার নিরঙ্কুশ ক্ষমতা
অথচ কখন কখন দেখি
তুমিও
মানুষের মতো      অলসতার হাই তোলো
ঠাণ্ডা লাগলে সর্দিকাশি  থেকে থেকে হাঁচি ।

বিকাশ দাস / মুম্বাই