আমার সন্ন্যাস ভালো লাগতো
আমার বৈরাগ্য ভালো লাগতো
তোমাকে ছুঁয়ে ছুঁয়ে শরীরে অবাধ আনন্দ পেতাম।
টাপুর টুপুর বৃষ্টির রমণে মেঘের আগ্রহ দেখতাম।
ভালো লাগতো
সৌন্দর্য স্ফুলিঙ্গে অঙ্গ পোড়াতে
গুনভাগ কৌমার্যে সঙ্গ জড়াতে
প্রকৃতির আলস্য-মন্থর-সুদূর মধুর হাওয়ায়
ছায়া-রোদ-বৃষ্টির খেলায় অরণ্য থাক যাবৎজীবন
সকাল সাঁঝের আলোর গুঁড়োয় উলসে সর্বক্ষণ।
হৈ চৈ চাওয়ায়
থৈ থৈ মায়ায়
সমস্ত গৃহকোণ সংসার যখন
শঙ্খ বাজাও বুকের নিঃশ্বাসের ফুঁকে
শর্ত ভেঙে ঘরে আসার স্বাধীন সুখে
ছোঁব জীবন মরণ তোমার মিথুন মহিমায়।