গদ্য–১
আঙুলের ইশারায় অনেককে বলতে শুনে এসেছি...
গাছ মাটি পাথর চূর্ণ সমষ্টির বিগ্রহে ঈশ্বর উপাস্য।
কাজকর্মের ক্রমের শ্রমের মূলমন্ত্রে
পাপপুণ্য খতিয়ানে বিশ্বাসের স্বাক্ষরটুকুই সত্য।
গদ্য-২
ঘরের কোণে এক প্রস্থ প্রস্তর প্রতিমা চোখে পড়লে নিজের অজান্তে মাথা নামিয়ে প্রণামসেরে আসি। বারোয়ারি কোলাহল থেকে বাইরে যেতে চাইলে আরও যেন সংসারের ইমোশোনালের রঙে রসে মজে থাকাই সামাজিক বুদ্ধিবোধ। মহত্তম রেহাই ।
গদ্য -৩
প্রকৃতির নিস্তব্ধতায় আকাশ ভর্তি অসীম আলোর ছোঁয়া
এক প্রেম আর এক প্রেমের সমষ্টিতে যাওয়ার আন্তরিকতা ব্যাথা যন্ত্রণার সমুদ্র হাতড়ে অমৃত উদ্ধার করার উদ্বেগ মৃত চেতনার দু’হাতে,
মাটির অগাধ স্পর্শ কপালে ছুঁয়ে দুর্লভ ভাগ্য সঙ্ঘবদ্ধ পথে সহজসাধ্য রাজকীয় অভিষেক সংক্ষিপ্ত জীবন মানুষের পাশাপাশি থাকাটাই মনুষ্যত্ব।