তোমার দরজায় দাঁড়িয়ে আছি আকাশ নিয়ে মাথায়
এক ফালি ঘরে চাঁদের আলোর ছাদে হাতের পাতায়
বাগান ভর্তি টাটকা ফুলের গোছা ।

ঘুমের সামিয়ানায় তোমার চোখে চোখ রাখলে
মনে হয়
নজর কাড়া মায়ায় হাজার গল্প কাহিনী সরব মুগ্ধতার  ।
তোমার কাঁখে হাত বাঁধলে
মনে হয়
আকাশ মেঘ বৃষ্টির দেদার সুখসোয়াস্তি গভীর উষ্ণতার ।


বিকাশ দাস / মুম্বাই