বুকের উপর উপচে পড়ছে    স্বর্ণময় আলোর বর্ষা
বাতাস উড়িয়ে মেঘের কুচি অনুজ্বল আকাশ ফর্সা ।
আলোর আদ্রতায় ...
যে মুহূর্তগুলো ভিজিয়ে এসেছিলাম
ছায়ার অর্ধাংশে    ঘাসের শীতাংশে  
শরীরের প্রাচীর     শিশিরে শিশিরে
দুগ্ধউষ্ণ চড়া রোদ্দুরে  
হিমানীর ফিনফিনে সরে  
ঠোঁটের পল্লব নিষ্প্রভার নিগূঢ় গভীরে গভীরে  
গাছ গাছালির বিস্তৃত প্রতিবিম্ব
উলসে স্নানের উচ্ছাস সরোবরে ।
  
আজও সাক্ষাতের সরসীতে
বিগত মুহূর্তগুলো জলপদ্ম জাড়
গন্ধের আকুলতায় উদ্দীপ্ত হৃদয় তৃষিত পিপাসার
সেই আলোর বর্ষা মেঘের কুচি বুকফাটা হৃদয়বিদার ।  
এর কি নাম ভালোবাসা !

বিকাশ দাস / মুম্বাই