একদিন হয়ত সূর্য দেখা যাবে না আকাশে
ভুলে যাবে আলোর ভেলা ভাসাতে।
মৃত্যুর চিহ্ন পড়ে থাকবে অবহেলায়।
একদিন হয়ত শাসন সোহাগ
ঘুমের পিল ছাড়া আসবে না চোখে।
শরীর জাগিয়ে যাবে অস্বস্তি চাওয়ায়।
দিনদুপুর দুম করে বন্ধুর যাওয়া আসা।
বয়স বাড়বে বয়স ধরে ভালোবাসা।
একদিন হয়তো আলো
জ্বলবে না চাঁদ ঝলসে
মৃত্যু শুয়ে ফুলের গন্ধে মরতে আসবে পূর্ণিমা রাতে।