বাঁশি দিলে
বুকের শ্বাসে সুর দিলে কই?
রোদ দিলে
জ্বলে পুড়ে ছায়া হলাম কই?

ফুল দিলে
দু’হাত ভরে আদর দিলে কই?
ঘুম দিলে
দু’চোখ ভরে স্বপ্ন দিলে কই?

প্রেম দিলে
চুম্বনে তলিয়ে গেলাম কই?
ঘর দিলে
হৃদয় জুড়ে ঠাই পেলাম কই?  

প্রতিশ্রুতির পাতা  
একের পর এক ছিঁড়তে দেখি নির্জনে
কত কি দিলে  প্রতিদিনের অবগাহনে।
বিরহ আসনে বসে আছি কোন এক অজানা সুখে
জেনে আনন্দে কান্না বেশি,   গোপন থাকে বুকে।