কোন কোন শব্দের পিঠে শব্দ জুড়লে বলতে পারি
সই পিরিতির কবিতা।
কোন কোন শব্দের গিঁট খুলতে পারলে বলতে পারি
ঘর-সংসারীর কবিতা।
বহুবিধ ভালোবাসায় বহুবিধ গন্ধের অরণ্য
বক্ষ জুড়ানো উচ্ছাস ভরে দেওয়ার জন্য
শব্দের সুতোয় সন্নিবদ্ধ আকাশ
মেঘ-বৃষ্টি-রোদ্দুর সুরের বন্দিশ।
কোন কোন শব্দের ছন্দমুদ্রার ঝংকার
তৃষ্ণা-পিপাসু কবিতা।
কোন কোন শব্দের ঈর্ষাসমর অহংকার
নিঃসঙ্গতার কবিতা।
কোন শব্দের বিনোদন
কোন শব্দের সমীকরণ
সেতুবন্ধনে বাঁধলে বলতে পারি নিখুঁত কবিতা।
এক শিশির বিন্দু
ছুঁয়ে নিলে এক মহাসিন্ধুর অতল
নিরন্ন কবির আনন্দোচ্ছল চলাচল।