সময়ের কাঁটায়
সময় কাটায় সংশয়ের পাশে
মেঘ জ্বলে ওঠে নিঃশব্দে সন্ধ্যার আকাশে
সব কলরব স্তব্ধ কথার মুখোশে ।
আলোর খোলসে নিরুত্তর অন্ধকার ঝলসে
একাকী হতাশায়
ঘর ছেড়ে ছুটে আসে অগণন ভিড়ে
আমি নিজেকে হারিয়ে নিজেকে খুঁজি
ভিড়ের কুঞ্জে কুঞ্জে নিজের স্বার্থে দূরত্ব মাখি ।
ভুলে যাই
গাছ গাছালির ভেতর আমার বসতবাড়ি
নিজেকে না পারি চিনতে না পারি বুঝতে
নিজের ঘরে পরের মতো
একলা পরিচিতির একান্তে ।
বিকাশ দাস / মুম্বাই