এক আঁচল মেঘ
এক আকাশ বৃষ্টি হয়ে
এক পৃথিবীর মাটি জিরিয়ে দিতে পারে।  

এক উনুন অঙ্গার
এক মুখ হাওয়া ফুঁকে
ঘরের খিদের জ্বালা জুড়িয়ে দিতে পারে।

বিষ-বিষণ্ণ  দিনে
এক ঈশ্বরহীন মন্দির
ঘরে ঘরে সূর্যোদয় পৌঁছে দিতে পারে।

এক ছুঁচ বাঁশবন  
অন্তঃপুরের বাঁশি হয়ে
জীবন যাপনে সুর ভরিয়ে দিতে পারে।