এ’জন্মে
হলো না আর পাখিদের মতো করে সুদূরের আকাশ দেখা।
জাতপাত দেখার ঝোঁকে ভালো করে কাছের মানুষ দেখা।

এ’জন্মে
হলো না সংসার চিত্তের চত্বরে  সম্পর্কের অন্তরঙ্গতা বোঝা।
ভূখণ্ড বিভাজনে মানুষের সমষ্টিতে সীমান্তহীন দেশ খোঁজা।

এ’জন্মে
হলো না বুকের কাছে  দূরত্ব টেনে একতার শ্বাসে বসবাস
ধর্ম বিপণ্ণতার ছাউনির  বুকে অক্ষত রাখার অশনি বিশ্বাস।

এ’জন্মে
হলো না আহুতির শরীরে  প্রকৃতির হৃষ্টতার সমীরের ছোঁয়া  
খিদের উনুনে উপোষ বসিয়ে ভাতের ভাপে পুণ্যির ধোঁয়া।  

এ’জন্মে
হলো না সূর্যবিভা ভোরে প্রকৃতির সোহাগে স্নান সারা।
দৃষ্টির গ্রহন পোড়া নষ্টামির ঊহ্যনীয় নিষিদ্ধ লেখা সারা ।