দুঃখ দিয়ে আমায়
যদি অবাধ সুখ পাও
এমন সুখ সর্বক্ষণ গুছিয়ে দিতে পারি।
চিনে নিতে আমায়
যদি অজুহাত পাও
কাছের সংসর্গ ছেড়ে চলে যেতে পারি ।
জল দিতে আমায়
যদি উদ্বেল হারাও
মাটির গন্ধে স্বচ্ছন্দ সংসার দিতে পারি ।
কথা দিতে আমায়
যদি অসঙ্গত জরাও
চোখের শয্যায় সংশয় তুলে দিতে পারি ।
প্রেম দিতে আমায়
যদি কুশল হারাও
প্রণয় বিলাস ভ্রমণ বেলা ধরে দিতে পারি ।
মন দিতে আমায়
যদি বসন্ত হারাও
বুকের গহিনে ফুলের কাঁটা নিতে পারি ।
ঘর দিতে আমায়
যদি পৃথিবী হারাও
দোসরের সদরে খিল রেখে দিতে পারি ।
***
বিকাশ দাস / মুম্বাই