ইচ্ছে করছে সবকথা আজ লিখে ফেলি
এক নিশ্বাসে
যারা এখানে চশমায় খুঁজে বেড়ায় নগ্ন রোদ্দুর
উথলে ওঠা দুধের মতো সভ্যতা রাত দুপুর
অটুট বিশ্বাসে ।
যারা এখানে কোনো না কোনো পিঞ্জরের বনাবনির দখলে
যারা এখানে কোনো না কোনো পীড়ার ফিসফিসানির কবলে।
যারা এখানে না কেউ খারাপ না কেউ ভালোর পর্যায় পড়ে ।
ধুলো ওড়ানোর দঙ্গলের দলায় কুঁজো হয়ে বা হাঁটুর ভরে ।
বসন্তবাসার ভেতর ভেতর জীবনের গন্ধ নিয়ে ঘুমিয়ে পড়ে ।
যারা এখানে রঙবর্ণের হাটে বাজারে সঠিক রঙ ঠাহর করতে ।
এখনো একটু আধটু কাঁচা
স্বপ্নের চাদরে চোখ লুকিয়ে ব্যস্ততার ভিড়ের গুমোটে ছুটতে ।
আজও আগে বাগে বাঁচা
যারা এখানে ভাতের সমস্ত ফেনা ফেলে শুধু সাদা ভাত খায় ।
চালের চালে চালাকি খুব সহজে অগোচরে দুহাত ভরে যায় ।
বদলা বদলির খেলার নেশায় পায়ে পায়ে পা নাচিয়ে খায় ।
যারা এখানে দিবারাত্রি সংঘর্ষ করে দুচোখে স্বপ্ন জাগায় ।
যারা এখানে
অন্ধকারের গিট খুলে খুলে পাখির মতো আকাশ জাগায় ।
আলোর মস্ত চাঁদোয়া তুলে ব্যথার সন্ততির নিশ্বাসের গভীরে ।
যারা এখানে মেঘ বাদলে আগুন জ্বেলে
নদীর মতো পড়ে থাকে ।
যারা এখানে নারীর শরীরে শরীর মেলে
ডুব খেলার সুখের পাকে ।
যারা এখানে আয়নায় চোখ আর রঙিন কাঁচের চুড়ি দুহাতে ।
অন্ধকারের পাড়ে বসে নেশার জড়তা জড়ায় আলোর সুরাতে ।
যারা এখানে মাটির মতো দেওয়ালে দেওয়াল ধরে ।
লোহার মরচে পড়া তলোয়ারে তলোয়ার ধার করে ।
মাথার উপর আকাশ ভাগ্যের ছাদ খুঁজে খুঁজে মরে ।
যারা এখানে কথার অর্থ খোঁজে না অভিধানে
মাথার মূর্ধার ভাঁজ ভাঙ্গেনা অনর্থক অভিবাদনে ।
যারাএখানে পিঠে পিঠে হাত রেখে ধাক্কা মারে না
দু হাতের তালুতে জোড়ালো রেখার ধার ধারে না
যারা এখানে মাটির উপর দিয়ে সামলে একা হাঁটে ।
সম্পর্কের ধুলো ঠেকিয়ে মাথায় দিকের বাঁকে
যারা এখানে সূর্যরশ্মির ভেতর ভেতর দিন রাত্রি
রক্তে রক্তে সততার সলতে জ্বালিয়ে রাখে ।
যারা এখানে শরীরের পাতার ভেতর লুকিয়ে রাখে
নিজের বর্বরতা খেটে খাওয়ার অদখাতা হাতের শাখে ।
যারা এখানে কোদালের সাথে বন্ধু খিদের সাথে দোস্তি
যারা এখানে ভুলিয়ে রাখে হৃদয়ের স্পন্দন নিজের ক্রন্দন ।
যারা এখানে নিজের ঘরে পরের মতো থাকে
পরের কাছে নিজের কষ্ট লুকিয়ে রাখে
যারা এখানে নিজের কাঁধে নিজের বোঝা বইতে লজ্জা বোধ রাখেনা ।
যারা এখানে রোদ্দুর নিয়ে ঘোড়ার মতো ছুটে বেড়ায় ।
যারা নিজের ছায়ার পরিধি নিজের মতো খুঁটে বেড়ায়।
যারা এখানে ঘড়ির কাঁটা নিজের হাতে
ঘুরিয়ে সময়কে ধরে রাখার স্পর্ধা করে না
সময়ের পথে বিড়াল আসতে যেতে
পথ কাটতে দেয়না ।
যারা এখানে জলের সামনে জলের কাছে
জলের খেলাপ কথা বলতে চায়
প্রথানুযায়ী হাত রেখে গোষ্টীর সাগরে
যারা এখানে লড়াই করে ফুট পাথে ঘর বন্ধ বিনা ছাদে ।
বিকাশ দাস / মুম্বাই