সেদিন  
জ্যোৎস্নায়  চাঁদ ছিলো না ।
সেদিন
সমুদ্রে     ঢেউ ছিলো না ।
সেদিন
নদিতে   স্রোত ছিলো না ।
আমার দায় আমাকে কুড়ে কুড়ে গ্রাস করছিলো
প্রশ্নের ঘাড়ে প্রশ্ন আমার কাছে  উত্তর ছিলো না ।

যেদিন তোমাকে দেখলাম
সম্পর্ক জলের মতো ঠেলে নিয়ে যায় আমাকে অভিসারে
যেখানে চাঁদ
জ্যোৎস্নার বালিশ মাথায়    নিটোল ঠোঁটে রেখেছে আঙুল ।
যেখানে ঢেউ
সমুদ্রে যুবতী বুকভরা স্তন মাতৃত্বের তৃষ্ণায় অস্থির আকুল ।
যেখানে স্রোত
নদীর দুটি বেণীতে আততসারে বেঁধে জাগিয়ে পারের কুল ।

দু’চোখ একবুক জল নিয়ে অন্ধকারের খাদে
বোকার মতো দাঁড়িয়ে আছি নিজের দায়ের কাছে ।



বিকাশ দাস / মুম্বাই