আমার দুহাতে তীর ধনুক গুঁজে দিলেই কি
আমি অর্জুন !
কড়ি আঙুলের ডগায় সুদর্শন চক্র দিলেই কি
আমি কৃষ্ণ !
শরবিদ্বেষ  শর শয্যায় শুইয়ে  দিলেই কি
আমি ভীষ্ম !

আমি আমার সঙ্গীনে
নিয়ে কবিতার দুয়ারে সূর্য      দিনরাত্রির প্রসারিত  ধরাতল  
মাটির ব্রীড়ায় কুঁজো ভরা জল  মাটির দানায় দানায় শীতল
সম্পূর্ণ  আকাশ  সম্পূর্ণ  পৃথিবী  সম্পূর্ণ   বাতাস
নিরাময়
যেখানে প্রত্যেকের  নিঃশ্বাসে প্রত্যেকের নিঃশ্বাস
গরিমার   গমক
প্রবাহের  পলক  
বাতাসের ঝলক
বাঁচার     ফলক
কবির দুচোখ চুপিসাড় কবিতা ভিন্ন ভিন্ন ভাষার ।  

বিকাশ দাস / মুম্বাই