তুমি লেখো তোমার চিঠিতে
লেখো  
আমি ভালো আছি ।
খুঁজে পেয়েছি কঠিন আলোর রোশনীর ভেতর
আমার ভালো থাকা ।
আমিও
লিখেছি আমার চিঠিতে
আমি ভালো আছি ।
খুঁজে পেয়েছি অর্ণবের গভীরে নদীর   উৎস ।  
তোমার আঙুলে আমার ভালো থাকার স্পর্শ ।
আমার আঙুলে তোমার ভালো থাকার স্পর্শ ।  

একদুজনের চিঠি নিয়ে হাতে
থাক পড়ে দরজায় খিল
ঠোঁটের স্তব্ধতায় অশ্রুর ঝিল
বহুবর্ণ আলোর চাক আকাশে
চিঠির শব্দের গুঞ্জন  বাতাসে।

তুমি ভালো আছো ।  
আমি ভালো আছি ।

বিকাশ দাস / মুম্বাই