বন্ধু যেন
চনমনে রোদের কাঁথা জড়িয়ে ধামাল শীতের কাঁপন
আগলে লজ্জা নিবারণ নির্ভয়ের সুতোয় পোক্ত বাঁধন ।
বন্ধু যেন
বুকে দুঃখ জ্বালা জুড়িয়ে রাখা আস্থা জাগানো বাতাস
নিজের কাঁধে বোঝার ভার তুলে ঘর জড়ানো আকাশ ।
বন্ধু যেন
অবাধ ভুলের পাঁকে হাজার পদ্ম ফুটিয়ে তোলার সাধন
জটিল দিনে ভরিয়ে রাখা রমণ মাখা নিত্য খুশির বাঁধন।
বন্ধু যেন
মনে প্রাণে নিঃশ্বাসে প্রশ্বাসে বাঁচিয়ে রাখা জীবন মরণ
খরার দিনে ঘরে ঘরে ছুটে আসা বর্ষাবরণ রাতুল চরণ ।
বন্ধু যেন
ধর্ম সংস্কার খোলা মানব জমিন ভালোবাসার অরণ্য
পাপপুণ্যের সংকট ভেঙে নিঃসন্দেহে সবার অনন্য ।
বিকাশ দাস / মুম্বাই