যদিও গুঁজে দিলাম তোমার হাতে
আমার যতো অবসাদ ।
নিঃসঙ্গ বধির প্রদোষ রাত্রিভোর
আমার যতো অপবাদ ।
তুমি থেকো সুখে বাতিল ঝড় রুখে
নিয়ে তোমার নিজস্ব অধিকার ।
আমার উছন্ন উঠোন থাক খঞ্জ তারে
তোমার আকাশ মাটির অন্তঃসারে
আমায় করো নিশ্চিন্তে বহিষ্কার ।
বিকাশ দাস / মুম্বাই