রোদ্দুর ভালোবাসো
শীত শিশিরে উত্তাপ খুঁজে পাবে।
অন্ধকার ভালোবাসো
স্বপ্ন নিবিড় দু’চোখে খুঁজে পাবে।
মেঘ ভালোবাসো
বৃষ্টি-ফোঁটায় আকাশ খুঁজে পাবে।
ফুল ভালোবাসো
শরীর উজার নবীনতা খুঁজে পাবে।
মাটি ভালোবাসো
বাতাস-ধুলোয় পৃথিবী খুঁজে পাবে।
আগুন ভালোবাসো
আলো-বিহান সকাল খুঁজে পাবে।
মানুষ ভালোবাসো
জীবন স্থিতি বিশ্বাস খুঁজে পাবে।
একতা ভালোবাসো
নিঃশ্বাস বিশ্বাসঘাতক খুঁজে পাবে।
বিকাশ দাস / মুম্বাই